যে অভ্যেসগুলো তিল তিল করে গড়ে উঠেছিল
দিন মাস...কয়েক বছর ধরে
আজ বিচ্ছেদের পর সেসব খুব বেশী করে মনে পড়ে
নিশ্চিন্ত ছিলাম, এটাই বুঝি চূড়ান্ত কষ্টটা বুঝি সেজন্যই হয়
যখন সব ধারণা প্রমাণিত হয় ভ্রান্ত!
দুমড়ে মুচড়ে জ্বলে পুড়ে খাক হয়ে যায় ভেতরটা
আত্মসম্মান বোধ...মানতে চায় না বদলে যাওয়া ছবিটা।
কষ্টটা বুঝি সেজন্যই হয়,তোমায় হারিয়ে ফেলেছি বলে নয়।
তোমায় হারিয়েছি, তুমি হারাতে চেয়েছ বলে
পিছু ডাকিনি,জানি সাড়া দেবে না বলে
দীর্ঘ হোক তোমার চলার উল্টোপথ
পিচ্ছিল করতে চাই না অবান্তর চোখের জলে।
যদি আবার কখনো দেখা হয় তোমার তখন অন্য পরিচয়
আমিও হয়তো সামলে নিয়েছি সবটাই
তখন যেন ভুলে আবার তোমার চোখে অযথা অভ্যেসগুলো খুঁজতে না যাই!
নতুন স্বাদে সাবলীল করেছে মুক্তি
নতুন অভ্যেসে কবিতায় বেঁধেছি ঘর
কোনোদিন একদিন সে ঘরে কোথাও থাকবে না তোমার অভ্যেস
থেকে যাব শুধু আমি আর কলমের অভিব্যক্তি!
কিছু পুরোনো যতই বন্দী থাক স্মৃতিঘরে
সমুখের পথে আনাচে কানাচে ঠিক তারা উঁকি মারে।
কষ্টটা বুঝি সেজন্যই হয়
তোমায় হারিয়ে ফেলেছি বলে নয়।