অভিমানী চাঁদ ছুঁয়ে রাত...
মেঘ সাথী,
কার্নিশে একাকী হাত
ছাদ সমব্যথী!
জানি...কেউ থাকে না অপেক্ষায়
ভার বইতে সেই চেনা কাঁধ
মন জানে...ব্যথা নিজেরই দায়!
প্রশ্নেরা তারাতেই থাক
হারিয়ে যাওয়া ভোরের ঠিকানা খুঁজতে
ভরসা আজও, পাখিদের ডাক!
মান-অভিমান,চেষ্টা আপ্রাণ
কেটে যায় কতো রাত,
ভরসা কার্নিশ...জানে একাকী হাত!
#moutushi