কেনই বা আসবে চাঁদ আমার ঘরে?
আমি তো কখনো জোছনা মেখে উদ্ভাসিত হইনি
প্রাপ্তি হিসেবে মূল্যায়ন করিনি তার,
বরং অতিরিক্ত আলোয় ঘুম আসবে না বলে
বন্ধ রেখেছি পাশের জানালা
স্নিগ্ধ আলোয় গা ভাসিয়ে লেখার চেষ্টা করিনি কোনো কবিতা...
বরং অমাবস্যার রাতে ছুটে গেছি ঝোপের ধারে
জোনাকীর আলো উপভোগের তাড়নায়,
ভেবেছি চাঁদ থাকলে জোনাকীরা হতো না এতো আলোময়।
ভালোবাসি তারাদের খসে পড়া দেখতে
বাধ সাধবে চাঁদ তাই কখনো করিনি ওর আসার অপেক্ষা
আঁধারের সৌন্দর্য উপভোগ করতে চাঁদকে ভুলে থাকা।
পছন্দ নয় বালুকার চরে জোছনার ঝিকিমিকি
তার চেয়ে বরং নিকষ আঁধারে ঢের বেশি রোমাঞ্চকর
দুধ সাদা ফেনিল জলরাশির উত্তাল ঢেউয়ের নির্জন তটে আছড়ে পড়া!
কেনই বা আসবে চাঁদ আমার ঘরে?
আমি তো কখনো নিয়নের আলো নিভিয়ে বন্ধ জানালা খুলে জোছনাকে আহ্বান করিনি পরম আদরে
লিখিনি কোনো কবিতা
মাঝে মধ্যে শুধু অনুভূত হয় কোথায় কী যেন কষ্ট
চিনচিনে একটা ব্যথা...।