সবাই দ্যাখে চোখে জল....
কখনও ধুলোবালি,কখনও অবাঞ্ছিত আঘাত
কখনও বা ঝাঁঝালো উপকরণের ওপর সব দায় চাপিয়ে উতরে যায় মুহূর্তের অভিনয়,
সেসব কান্না ছিল....সবার বোঝার কথা নয়।
তবু যদি বুঝতে পারে কোনো সহৃদয়,
থমকে যায়...দাঁড়িয়ে যায় কিছুক্ষণ
কখনও বা এড়িয়ে যায়।
আজীবন শুধু তাকেই খুঁজে চলা....
বুক পকেটে রাখা রুমালে মুছে দিয়ে অকপটে যে বলে যায়....
এ কান্না আর নয়।