কিছু শব্দ সাজিয়ে গুছিয়ে
চেষ্টা করলে হয়তো হতেও পারে
একটা কবিতার জন্ম,কিন্তু
দোহাই তোমায়...কাব্যিক হতে বোলো না!
যে সমাজের বুকে প্রতি আধঘন্টায়
লাঞ্ছিতা,নীপিড়িতা হয় কোনো একজন নারী,
ঘরে বাইরে প্রতি মুহূর্তে এক প্রকার সংগ্রাম করেই
যেখানে তাদের প্রমাণ করতে হয়...আমরাও পারি,
লালসার লেলিহান শিখায় কোথাও না কোথাও
প্রতিদিন ঝলসে যায় হতভাগ্য পিতামাতার
অভাগী কন্যা কোনো এক গৃহবধূর শরীর....
সেখানে আর যাই হোক...কাব্যিকতা আসে না!
যে সমাজে ফুলের ছোঁয়ায় ঠোঁটৈর হাসি,
পাখির কন্ঠের গান...
চাপা পড়ে যায় গর্ভস্থ কন্যার কান্নায়
সেখানে প্রজাপতি পাখায় চেপে
পৌঁছে যাব রূপকথার স্বপ্নপুরীতে,
মাখব গায়ে রঙধনু রঙ মেঘপরীদের সাথে
তুমিই বলো না এমন কাব্যিকতা
সত্যিই কি মানায়?