যে মানুষটা অক্লান্ত পরিশ্রমী...
আজীবন অবিরত কর্ম করতে চাওয়া মানুষটাকে
আগাম বার্তা ছাড়াই যদি কেউ এসে বলে...
আজ থেকে তোমার ছুটি
তোমার কর্মমুক্তি...তোমার অনন্ত বিশ্রাম।
এক লহমায় সরে যায় মাটি
ভরা দিবালোকে নেমে আসে অমাবস্যার রাত,
হঠাৎ কালবৈশাখী কিংবা সুনামি...
ভেঙেচুরে দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায় সাজানো চিত্রপট
স্বাক্ষরে লেখা হয়ে যায় এক জীবন্ত লাশের নাম।