আজ না হোক কাল
ঝড় তো আসতেই হতো,
বলো আর সইবে কতো?
অনুরণিত সাবধান বানী...
ইচ্ছে করেই কান দাওনি!
আজকে যখন উলটপুরান
এত প্রশ্ন কেন
কেন বিচলিত  প্রাণ?
যদি সইতে না পারো
আঘাত দিও না তবে,
ভাগ্য করে মানব জন্ম
পেয়েছ এই ভবে!
স্বীকার করো ভুলভ্রান্তি
মন থেকে চাও ক্ষমা,
এলো বুঝি শোধের পালা
যা কিছু ঋণ জমা!
থামলে এ ঝড় কখনো
ক্লেশ রেখো না মনে,
শপথ নিও ভালো রাখার
পুনর্জীবনে!