যদি হঠাৎ না থাকি কখনো
জানি কিছুই আটকাবে না,
থমকে যাবে না চলাচল,
যেতে যদি হয় ভাবলে তবু
কেন,চোখের কোলে জল?
হয়তো বা কোনো মনে
চির ধরতেও পারে সাময়িক,
অচিরেই মিলিয়ে যাবে তার দাগ
সময় যে বড়োই অস্থির!
সময়মতো জল না পেলে
গাছগুলো যে শুকিয়ে যাবে,
ক্ষিদে পেলে আদর করে
ওদের কি কেউ খাইয়ে দেবে?
ভুললে কিছু প্রয়োজনীয়
মনে করে কেউ কি দেবে?
কেউ কি আর রাখবে খবর
কার কোনটা সবচেয়ে প্রিয়!
অগোছালো ঘরটা কি কেউ
যত্ন করে সাজিয়ে দেবে?
আমার মতো কেউ কি স...বটা
অন্তর দিয়ে আগলে রাখবে?
জানি,আটকাবে না কিছুই
থমকে যাবে না চলাচল,
যেতে হবে ভাবলে তবু,
কেন চোখের কোলে জল?