যদি ফিরে আস, জিজ্ঞেস করবো না...
কেন চলে গিয়েছিলে?
জানি না বিশ্বাস করবে কিনা...
কখনো খুঁজিনি তোমার কী ভুল
প্রশ্ন রেখেছি নিজের কাছে,
আমি কি স...বটা ঠিক?
এড়িয়ে গেছি যা কিছু ঋণাত্মক
আঁকড়ে ধরেছি সেই সব কিছু
যা কিছু এঁকেছি স্মৃতিপটে।
কাঁদিনি কখনো বলব না সে কথা
পাঁচটি বছর...নেহাত কম নয়
অনেকটাই বেঁধেছি অভ্যেসে
প্রশ্ন কিন্তু অনেক উঠেছে...উত্তরগুলো ঠিক ই দিয়েছি হেসে।
ভুলিনি তোমার যা কিছু অবদান
ভেবেছি শুধু হয়তো ত্রুটিপূর্ণ ছিল আমার প্রতিদান।
যদি ফিরে আস...
জানতে চাইবো না, কোথায় ছিলে
কেন ফিরে এলে কার জন্যে হারিয়ে গিয়েছিলে?
সেদিনও ধরব হাত, যতই অভিমানী হোক ফেলে আসা রাত
মাথা পেতে নেব সময়ের আশীর্বাদ।
তবু তো ভাবি বলব অ..নেক কথা
তুমি ফিরে এলে
ঝরা পাতাগুলো কিশলয় হয়ে জুড়বে আবার ডালে
যদি কখনো জানতে চাও...
"তুমি কেমন ছিলে"?
যদি ফিরে আস...!