আজও যদি কেউ কখনো
ডাক দিয়ে যায় ভালোবেসে,
যদি বলে আসুক তুফান
থাকব যে তোমার পাশে....
সেদিনও যে ছাড়ব না হাত
দারুণ এক সর্বনাশে!
উপায়টা থাকবে কি আর
অভিমানে মুখ ফেরাবার!
ঝরে যাওয়া শিউলি পথের
দু'ধার যে ভরবে কাশে,
সাড়া দেব হয়তো হেসে
আবারো বাঁচার আশে...
আজও মন আবেগী হয়
জমলে শিশির ছোট্ট ঘাসে!