যদি আবার দেখা হয়...
আমি তখন হয়তো কোনো মোহনার বুকে
সাগরের হাতে মিলিয়েছি রিক্ত হাত।
যে নদীর বুকে নৌকা বিহারে ছিলে তুমি সাবলীল
মিলিয়ে গেলে কোনো একদিন
যেখানে আকাশ নীল।
অপলক দৃষ্টিতে দেখেছিলাম শেষটা
অঙ্গীকারে বেঁধেছিলাম অনন্ত অপেক্ষা,
কেঁদেছিল নদী ভেসেছিল স্রোতে
অসমাপ্ত ফিরে দেখা।
থামেনি তবু পথ চলা
ভেসেছিল অলিখিত স্বপ্নেরা...যেমন ভাসে শ্যাওলা
হাজার ক্ষত,তবু প্রশান্তি ছিল অনিশ্চিত অপেক্ষাতে
যদি আবার দেখা হয় ভাসব উজান স্রোতে।
ডাকছে আমায় ডাকছে মোহনা
দু'হাত বাড়িয়ে ডাকছে...আয়
দুর্নিবার ছুটে চলা মহামিলনের অপেক্ষায়।
যদি আবার দেখা হয়...
সাগরের বুকে লিখে যাব নাম
ঢেউ ভেঙে ভেঙে খুঁজে নিও তাকে
মেঘ ঠিকানায় পড়ে নিও চিঠি
ছিঁড়ে আকাশের নীল খাম।

#moutushi