ওরা সংগ্রামী ওরা যোদ্ধা
ওদের নামেতে আশা জাগে মনে
জাগে অপার শ্রদ্ধা!
লড়াই ওদের দিবানিশি,শত্রু যখন আগ্রাসী
দেয় বলিদান অমূল্য প্রাণ
শুধু ভালো র্রখবে বলে
আমরা ভালো আছি আমরা ভালো থাকব
কারণ...ওরা মাথা রাখে মৃত্যুর কোলে!
শেখায় ওরা মানবতা ওরা বোঝে না আপন পর
সাম্যের পথে পথিক ওরা
ওদের মাঝেই ঈশ্বর!
আঁধারের পথে ওরা যে দিশারী
ভাঙা তরী চলে ওরা কাণ্ডারী!
ওরা দুর্জয় ওরা দুর্বার ওরা অক্লান্ত
ওদের ত্যাগেই উত্তাল পৃথিবী
একদিন হবে শান্ত!



(সকল ভাক্তার,নার্স,সাফাইকর্মী এবং অন্যান্য সকল করোনা যোদ্ধার প্রতি আমার ক্ষুদ্র নিবেদন।
🙏🙏)