কিছুক্ষণ আগেই থেমেছে ঝড়টা
এলোপাথারি উত্তাল দাপট
এখন অনেকটা শান্ত পরিবেশ
না!সেই ভয়ানক শব্দটা থামেনি এখনও
জ্বলে পুড়ে খাক হচ্ছে অন্তঃস্থল
নতুন কোনো ঝড়ের আশঙ্কায়।
ধোঁয়াশার মাঝে তবু হেঁটে যায় জীবন
পেছনে ফেরার উপায় নেই যে আর।
থামে না এ ঝড়, এ ঝড় থামার নয়
ধোঁয়াশার ওপারে আলো ছায়া শেষে
আবার অন্য ঝড়ের সাথে দেখা হয়।

তারপর একদিন অবসন্ন কায়া জুড়ে নেমে আসে অসাড়তা
শান্ত নিবিড় উদাসীনতা জুড়ে শুধুই নির্মমতা
শব্দেরা না সাজে যদি সে যে
শুধুই একটা মূল্যহীন সাদা পাতা।