এ পথ ও পথ সে পথ ঘুরি
চেনা সে পথেও পথ খুঁজে ফিরি,
মুখোমুখি হলে সমব্যথী কেউ
খানিকটা পথ হাত ধরাধরি!
কেউ বা দু'চোখে স্বপ্ন আঁকে
সহানুভূতি মুঠোয় রাখে!
কেউ বা দেখায় সে পথ যেখানে
পর্ণমোচী...আছে সারি সারি,
দিনের শেষে শ্রান্ত আবেশে
সেই তো ঘরেতে একলা ফিরি!