ডাক শুনতে পাওয়াই যথেষ্ট নয়,
ডাকে সাড়া দিতে জানতে হয়!

সময়তো কখনো পড়ে না বাঁধা
মনের খেয়ালী ডোরে,
আপন করতে না জানলে তারে
হারাবে সে চিরতরে!