দেখা তো হতেই হতো...
কোনো এক বেনামী পথের ঠিকানায়
এরপর...কফি কাপে বন্দী টুকরো সময়...
সবচেয়ে দামী!
অন্তঃপুরে ঝড়...বৃষ্টি তবু দ্বন্দ্ব-দ্বিধায়,
বন্দী,চোখের তারায়!
প্রশ্নেরা আজও অবিচল...
উত্তরের প্রত্যাশা না করেই!
কিছু কিছু এখনও অবিকল,
বেশীটাই বদলে যাওয়া সময়ের ফল!
আজ এই পর্যন্তই...
তোলা থাক আরও কিছু,
দায়িত্বে...আগামী!
দেখা তো হতেই হবে...
নাইবা জানলাম ঠিকানা,
হলোই বা পথ...বেনামী
কফিকাপে বন্দী টুকরো টুকরো সময়,
সেই তো সবচেয়ে দামী!