এ যেন সাগর তটে বসে
কতোটা গভীর এই সমুদ্র?
মেপে নেওয়ার আপ্রাণ ব্যর্থ চেষ্টা!
এদিক ওদিক থেকে ভেসে আসা
ভীষণ প্রিয় সেই চেনা গানের কলি,
যেন মন মাতাল করা ঢেউয়ের ছোঁয়া!
ক্রমে ছুটে চলা জীবনের অলিগলি
এরপর চোরাগলি...তারপর
অনুভূতিময় মুহূর্তগুলো
কখন যেন অনুভব করায়...
ফুলে ফুলে ভরে গেছে শূন্য হৃদয়-ডালি!
প্রতিটি শব্দ,প্রতিটি লাইন যেন
গহীন অন্তরের অনুভব দিয়ে পরম যত্নে
আমারই জন্যে লেখা...!
জন্ম থেকে মৃত্যু
অগণিত জীবনের দীর্ঘ এই যাত্রাপথের সাক্ষী থাকে
তাঁর অমর সৃষ্টি!
যুগ যুগ ধরে আত্মার সঙ্গে
এই নিবিড় সংযোগ স্থাপন
বোধহয় একমাত্র তাঁর দ্বারাই সম্ভব....
অবাক করে আমায়!
মানুসের স্বার্থে মানব কল্যানের স্বার্থে
হে মহামানব...
ফিরে এসো তুমি আরও একবার,
হে কান্ডারী আলোর দিশারী
পার করে দাও জীবনের এই দুস্তর পারাবার!
আজ শুভদিনে অগণিত মন
ভাসছে একই সুরে...
"...ভিতর বাহিরে অন্তরে...আছো তুমি হৃদয় জুড়ে"!
(বিশ্ব কবির প্রতি জানাই আমার অসীম শ্রদ্ধা ও শতকোটি প্রণাম)