প্রশ্নেরা দাবী তোলে
তুমি উত্তরের ঠিকানা
ছুটে যাই...
নির্বাক তুমি নির্বাক আমি
শুধু অশ্রু বাধা মানে না!
বয়ে চলে কিছু নিস্তব্ধ সময়
অনুভবে শুধু স্থির হতে চায়
অন্তরে যে প্রলয়!
আঁধারের বুক চিরে ভেসে ওঠে
এক টুকরো আলো
মন বলে...
দেখি এরপর কী হয়
সব কিছু কি প্রমাণ করা যায়
তুমি আছ তোমার মহিমায়!
(শ্রীকৃষ্ণের প্রতি❤🙏🙏❤)