তীব্র নিন্দা সমালোচনা প্রতিবাদ
কোনোকিছুতেই লাভ নেই আর...
ওরা যে এ সবকিছুর উর্দ্ধে,
স্পর্ধা ওদের লঙ্ঘন করেছে সীমা
ঘৃণ্যতম স্বার্থে!
পারিপার্শ্বিক ভয়াল পরিস্থিতি
বাধ্য করে বলতে...
হে ঈশ্বর ওদের ক্ষমা করো তুমি,
পাপ-পূণ্য ন্যায়-অন্যায় বোধ হারিয়ে
পাপী থেকে মহাপাপী হয়ে ওঠার
নোংরা খেলায় মেতেছে ওরা,
জয়ের নেশায় অন্ধ-বধির
ওরা আজ বিবেক হারা!
ভবিষ্যত সচক্ষে না দেখতে পেলেও
বুঝতে পারি বেশ,
আগামীর পথ বিভীষিকাময়
এই রাতের পর আর ভোরের ঠিকানা নয়!
নিকষ কালো নির্নিমেয রাত্রির রাজত্বে
প্রবেশ করতে চলেছি আমরা....
ছিনিয়ে নিচ্ছে কারা যেন মানুষের পরিচয়!
অশুভের ঝড়ে নিভে গেছে সব
মোম প্রদীপের শিখা,
নতুন সূর্য উঠবে কি আর
পাবো কি আলোর দেখা?