সাহস করে আরও কিছুটা এগোলেই পৌঁছে যেতাম
হঠাৎ তুমি ডাকলে....
'বন্ধু হবে'?
চলো হেঁটে যাই বাকি পথ একসাথে।
কয়েক পা পিছিয়ে হাতটা ধরলাম
যদি বন্ধু হতে না পারি কীই বা পেলাম।
তোমার আমার পদক্ষেপের মাপটা সমান নয়
কাররই মেলে না যদিও।
সেদিন অনেকটা তফাতে খুঁজে পেলাম তোমাকে
দুর্গম সরু পাহাড়ি পথ...
ফেরা সহজ নয়
হোঁচট খেয়ে পাহাড়ের গা ঘেঁষে যেখানে গভীর খাদ
দুটো লাগোয়া গাছের ডালে আটকে গেল পা....
আমি ডাকলাম যে নামে তোমায় ডাকি
চিৎকার করে ডাকলাম
তুমি বোধ হয় শুনতে পাও নি...দোষ তোমার নয়
দোষ আমারই....আরও সাবধান হওয়া উচিত ছিল।
দোষ নিজেরই হয়....বাকিরা তো শুধু শিখিয়ে চলে যায়।
তুমি শিখর ছোঁয়ার পর নীচে তাকিয়ে আমায় ডেকেছিলে
আমিও সাড়া দিয়েছিলাম...
তুমি বোধ হয় শুনতে পাওনি...।
আমি এখন একটা ধস নামার অপেক্ষায়
অনেকটা ওপর থেকে নীচে পড়ার সময়
হালকা লাগে অ....নেকটা!