হ্যাঁ,এই যে মানুষ...তোমাকেই বলছি
যন্ত্রের স্তূপ সরিয়ে একটিবার চেষ্টা করে দেখোই না
শেষরক্ষা বুঝি হয়ে যায়!
চেষ্টা করলে কী না পারো তোমরা
মুমূর্ষু হৃদয়,পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে...
স্পষ্ট দেখতে পাচ্ছি আমি!
একটু শুধু পেলব শুশ্রুষার প্রয়োজন,
সময় যে বড়ো কম...যদি পারো করো না এই বেলা
একমুঠো অনুভবী আয়োজন!
ওকে বাঁচতে দাও....
যন্ত্রের ভারে ডুবতে চলেছে সৃষ্টিসুখের নাও!
হ্যাঁ,এই যে মানুষ...শুনতে পাচ্ছো?
তোমাকেই বলছি...!