তুমি আমায় গুনী বলো
গুন তো বন্ধু তোমার,
কদর যদি না করতে তুমি
কী দাম ছিল আমার?
বড়ো মনের মানুষ তুমি
নেই তো হিংসে জ্বালা,
যে ফুল ছিল পথের ধূলায়
তারে করেছ তুমি মালা।
খোঁজনি তো খুঁত বলেছ নিঁখুত
সাহস দিয়েছ মনে,
পরম আদরে সৃষ্টি আমার
রেখেছ হৃদয় কোণে।
তুমি আমায় গুনী বলো
অবাক হয়ে শুনি,
যে জন করে গুনের কদর
সেই তো আসল গুনী।