কিছু গল্প জীবন থেকে নেওয়া
কিছু গল্প পথে কুড়িয়ে পাওয়া
আরও কিছু আছে যা কিছু গল্প হলেও পারত
সেসব নিয়েই গল্প বলতে চাওয়া,
টুকরো টুকরো গল্প নিয়েই গল্প লিখে যাওয়া।
তবু গল্পেরা শুধু গল্পই হয়
কিছু সত্যি গল্প হলেও সব গল্প সত্যি নয়।