এই যে তুমি কিচ্ছু বলো না
চুপ করে থাকো গাছের মতো...
আমি উপন্যাস লিখতে শিখে যাই
চোখের কাজলে একাকার হতে
মেঘের কাছে শ্রাবন চাই!
আমি কবিতার সাথে বাঁধি ঘর
শব্দ কলম ঈশ্বর...সুখী গৃহকোণ
সাজ সাজ রবে আমার একলা খেলাঘর।
এই যে তুমি কিচ্ছু জানতে চাও না...
কোনো কৈফিয়ত....জবাবদিহি
মুক্ত আকাশ অবাধ ডানা যেন বাদশাহী!
সময়ের তোড়ে বাধ্য শ্যাওলা ভেসে চলে অভ্যেসে
তবু ফিরে আসা ফিরে ফিরে আসা পথ চলা পাশে পাশে।
ঢেউ ভেঙে ভেঙে মুক্তোর খোঁজে হয়তো বা ছোটে তোমার চুপকথা
আমার আকাশ-তিমিরে তখন কোল আলো করে জন্ম নেয় রূপকথা!
এই যে তুমি কিচ্ছু বলো না
চুপ করে থাকো গাছের মতো...
ক্ষতরা এখন নিজেই সারে...দামি মলম নিষ্প্রয়োজন
ওরা যে এখন পরিণত!