ভেঙে গেছে পছন্দের ফুলদানিটার একটা কোণা,
বেশ পুরোনোও হয়ে গেছে
খুব বড়সড়ো ক্ষতি না হলেও
নজর এড়িয়ে যায় না...
বসার ঘরের দামী নিটোল আসবাবপত্রের সঙ্গে
অনেকটাই বেমানান এখন...অগত্যা
ঠাঁই হতে চলেছে কিছু অপ্রয়োজনীয়
বাড়তি ভাঙাচোরার সঙ্গে,ডাস্টবিনে!
কী মনে হলো জানি না...
ফেলে দেওয়ার আগে ভাবতে ইচ্ছে হলো
আরও একবার,
রথের মেলা থেকে কিনে আনা ফুলগুলো
স্থান পেল তাতে,সায় দিল মন....
বাঃ মানিয়েছে তো বেশ
ভাঙা অংশটাও আর চোখে পড়ছে না!
আর পিছু ফেরা নয়...
বেডরুমটা আজকাল অনেকটাই লাবন্যময়
মনে হয় আগের তুলনায়!