দাও...
ফিরিয়ে দাও সে অরণ্য
সবুজ বনানী প্রান্তর পেরিয়ে
মিলিয়ে যাব নীল সীমানায়,
আলো যেখানে ছায়ার সঙ্গী
কখনো না জানা সেই ঠিকানায়!
বন্দী জানালায় শ্রান্ত অবকাশ
ইচ্ছেরা মরে যায় রোজ,
বাকিদের ঘিরে হাজার ফাঁকি
মনের ঠিকানা কেউ করে না খোঁজ!
বন্দী পায়ে চার দেওয়ালে
একঘেয়ে দিনলিপি,
অলস দুপুর বিষন্ন বিকেল
শেষের বেলায় আবার শূন্য ঝাঁপি!
দাও...
ফিরিয়ে দাও সোনালী সে ভোর
জাগে যে পাখির শিসে,
যেখানে সূর্য দিনলিপি লেখে
কিরণের আশীষে!
দাও...
ফিরিয়ে দাও!