এলোমেলো শব্দেরা সেদিন
অনায়াসে খুঁজে নিত ভাষা!
বিস্তর কথার ভিড়ে মিশে যেত সময়,
যেন সে অমৃত কাব্যধারা
কখনো শেষ হওয়ার নয়!
অগোছালো ছিল বেশিটাই
অভিযোগহীন মন তবু গুছিয়ে নিত সবটাই!
কথারা আজ পরিণত ভারি
বসিয়ে নিতে ভুল হয় না ঠিক যেখানে কমা...দাড়ি,
কাব্য নয় গুছিয়ে আজ গদ্য লিখতে পারি!
হলদে পাতায় জমেছে একরাশ ধুলো
মন রাখতেও কেউ বলে আর...বাঃ,বেশ ভালো!
বড় যাতনার অভিযোগের তিরগুলো।
সময়ের এখন বড্ড বেশি তাড়া
মনও হয়েছে হিসেবে পাকা
নয় সে বাঁধনহারা!
অকারণ আজ আর আসে না কাব্য
নদী দেখলেই ভাসিয়ে দিই না নৌকো
পরখ করে নিতে ভুল হয় না...
এ নদী কি নাব্য?