জানিস পলাশ...
প্রথম যেদিন বিভোর হলাম
কৃষ্ণচূড়ার লালে,
সেদিন থেকেই বসন্ত যেন এক অভ্যাস!
এমন করে বলছি বলে হোস না অভিমানী
তোর রূপেতেও আগুন ছোঁয়া...
সেও তো আমি মানি!
কলম বলে বসন্ত চাই
এ মন বলে...
কোথায় বলো ফাগুনকে পাই?
জীবন খাতার সাদা পাতা...
সেও বলে বসন্ত চাই!
বলতো,এতো বসন্ত কোথায় পাই?
মিথ্যে বলব না...
চেনা সে নিয়মে
ঋতুরা তো আসে যায়,
আমারও দু'চোখ শুধু বসন্তেরই অপেক্ষায়!
বেনামী চিঠি এক রাখা আছে গোপন দেরাজে,
ভোর ছুঁয়ে থাকা মন আশার প্রদীপ জ্বালে
তুলসীতলায়...প্রতিদিন সাঁঝে!
নামটা ঘিরে ঘোর অজানা...তবু
বাসতে ভালো নেইতো মানা!
লুকিয়ে রেখেছি সে নাম আমি
কৃষ্ণচূড়ার লালে,
তাইতো খুঁজি সেই বসন্ত...
অনুরাগের ছোঁয়া দেবে,শ্রান্ত কপালে
ক্ষতি নেই...হয় যদিও বা সে
কোনো এক শেষের বিকেলে...!