যেদিন রিপোর্ট এল
কোভিড পজিটিভ...
একটা দরজার ব্যবধানে আলাদা হয়ে গেল গোটা বিশ্ব
হাসপাতালের এক চিলতে ঘরে অনির্দিষ্ট নির্বাসন
আর ঘরে ফেরা হবে কি না জানা নেই তার,
চোখের সামনে ভেসে উঠছে বার বার প্রিয় চেনা মুখগুলো।
বন্ধু অনিমেষ যদি সেদিন পাশে না দাঁড়াত
অক্সিজেন লেভেলটা হঠাৎ করে অনেকটা নেমে যাওয়ার পর রাতারাতি এই জরুরী পরিষেবা না পেলে
গল্পের শেষটা হয়তো সেদিনই লেখা হয়ে যেত।
ঈশ্বর দেখার সৌভাগ্য হয়নি কখনো
গোটা পৃথিবী যখন দরজার ওপারে
এপারে তখন ঈশ্বরের নিশ্চিন্ত স্পর্শ
নির্ভীক অক্লান্ত করোনা যোদ্ধা
শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকার অঙ্গীকারে আবদ্ধ।
ক্ষণে ক্ষণে বেজে ওঠে মুঠোফোন
চেনা কন্ঠস্বরের বার্তা...সাথে আছি...পাশে আছি
চিন্তা করো না ভালো হয়ে যাবে ঠিক।
অবাধ অশ্রু অবাধ্য হয় আবারো...
মুহূর্তের নীরবতা...
না জ্ঞানত কারো ক্ষতি বা অন্যায় সে করেনি কখনো
তবু প্রশ্নটা উঠে আসে বার বার....কেন?
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনকে প্রবলভাবে আঁকড়ে ধরার অদম্য প্রচেষ্টা
প্রিয়জনদের প্রার্থনা ও শুভকামনায়
পাশে থাকার অঙ্গীকারে উতরে যায় বেঁচে থাকার মুহূর্তেরা।