গড়তে হবে না সমাজ,গড়তে হবে না জাতি
সেতো জানাই আছে বদল হয় না রাতারাতি!
তোমার আমার অঙ্গন জুড়ে বেড়ে উঠছে প্রতিনিয়ত
যে আগামী প্রজন্ম...এসো শপথ করি
'মানুষ' করে গড়ে তুলবই তাকে!
বিবেক-বুদ্ধি-বিচার-চেতনা
মানবিক বোধে হবে খাঁটি সোনা...
এমনই স্বপ্ন দেখব সবাই,প্রতিদিন প্রতিরাতে
হোক সে আহ্বান নিজেরই প্রতি
সুস্থ হবে সমাজ আবার,জাগবে মানব জাতি!
নতুন সূর্য উঠবে আবার...করব আলোক-স্নান
আরও আরও...আরও আলোর পরশে
শুদ্ধ করি চিত্ত সবার...রাখব অর্ঘ্য হাতে,
চলো...কালকের প্রভাতে!