ওরা একে একে এসেছিল সবাই...
সময়ের পথ ধরে
ঢেলেছিল রঙ ফুলে ফুলে,
অনুরাগের ছোঁয়ায় দিয়েছিল দোলা
পাতায় পাতায়...সময়ের ডালে!
ওরা একে একে চলে গেছে সবাই
সময়ের স্রোতে ভেসে...
যে পথে কাল মেশে মহাকালে
আপন তরীটি বেয়ে!
আজও আমি সেই পথে অপলক থাকি চেয়ে
জানিনা কোন সে আশা বুকে নিয়ে!
অনুভবে আজ শুধু ঝরে চলে পাতা
প্রকৃতি বলে,তোমার জন্যও হয়তো কোথাও
বসন্ত আছে রাখা,
সুদূর পিয়াসী মন যে আমার
আজকে বড়োই একা...
একাকীত্বের কাছ থেকেই
একা থাকা শেখা...!