প্রকৃতির অনন্য ক্রোড়ে
কোনো এক বন্য ঠিকানায়,
সুখপাখি মেলে দেয় ডানা...
ভীরু দুটি চোখে তবু সংশয়
অবাধ ওই সীমানায়!
পাতাদের হাত ধরে খেলে আলো ছায়া,
প্রশ্ন কিছু মিলিয়ে নেয় উত্তর
রেশ টেনে পায়ে পায়ে পথ চলে মায়া!
অনন্ত আকাশ নীড়ে চাইব না পিছু ফিরে,,.
দেব না যে সাড়া তবু
পিছু যদি ডাকে কোনো ফুলে ভরা ডালি,
অন্তরালে তিমিরের আবডালে
আগাম হাসিটা হাসছে জানি....চোরাবালি!