ঢের তো হল যুদ্ধ লড়াই
এবার একটু শান্তি চাই,
পাড় ভেঙেছে অশ্রু নদীর
কূল কিনারা নাইরে নাই!
ভাসছি তেমন শ্যাওলা যেমন
অবাক অথৈ জলে,
হচ্ছে যে ক্ষয় শক্তি যত
ভরসা মনোবলে!
কঠিন সময় করছে শাসন
শব্দেরা নিশ্চুপ,
ঢের সয়েছে তাই প্রকৃতির
এমন ভয়াল রূপ!
মেঘ সরে না আকাশ কলো
যেন অশুভ ছায়া,
বৃষ্টি নামার অপেক্ষাতে
তপ্ত শ্রান্ত কায়া!
দীর্ঘ রাতের সূচনাতে
সূর্য আবার পাটে,
কালকের ভোরে দেখব তোমায়
অনুরোধ করপুটে!