এমন করে কেউ বলেনি আগে...
কেউ বোঝেনি এমন করে আমায়,
এইতো প্রথম টুকরো টুকরো কথা
শব্দহীন শ্রাবণধারা নামায়...!
মনের মাঝে এমন করে আগে
হারায়নি তো রাগ ও অনুরাগে!
এমন করে কেউ খোঁজেনি আমায়
হারিয়ে গেলে হঠাৎ অভিমানে,
অচেনা ভিড়ে এমন করে আগে
কেউ কখনো নেয়নি আমায় চিনে!
আমিও তো আর এমন করে আগে
লাল খুঁজিনি কৃষ্ণচূড়া ফাগে,
আগেও তো দেখেছি বহুবার...
এই তো প্রথম প্রকৃতি যেন
অপরূপ রূপে জাগে...!
এই তো প্রথম সেই পুরোনো
নিত্য নতুন লাগে,
অনুভবে এমন ছোঁয়া লাগেনি তো আগে
এই তো প্রথম...!