সূর্য ডুবতে এখনও কিছু বাকি
সাঁঝের পাখিরা ফিরছে সবে কুলায়
স্বপ্নগুলো মিশে যাচ্ছে ধূলায়
রাত ঘুমে তারা মেলবে না আর আঁখি!
খানিক আগেই বৃষ্টি হয়েছে খুব
ভিজেছে জানালার কাচ,সতেজ হয়েছে পাতা
চড়াই দিয়েছে জমা জলে সুখে ডুব!
মন খারাপের কথা ভুলে প্রাপ্তি রেখেছি তুলে
ছেঁড়া পাতায় নৌকো গড়ে ভাসিয়ে দিয়েছি জলে!
জানি সংশয় থাকুক না ভয় পরের পাতায় চলে যাই
কালকের জন্য দিনলিপি সাজাই
এর পর সাজাব ধন্যবাদের ডালি
যদি আজকের দিনটা উপহার হিসেবে পাই!