আর দিও না নারীর জন্ম
ভারতবর্ষের মাটিতে,
পিশাচরা এখানে ভাগ্য লেখে
যোনির মাপকাঠিতে!
দুরু দুরু বুকে শ্বাস নেয় রোজ
কন্যার পিতা মাতা,
মেয়ের মনে ভয় সাজবে নাতো
কালকে আমারও চিতা?
পশুরও অধম ওরা নরাধম
শিশুকেও ছাড় দেয় না,
কামনার খিদে মেটাতে যে ওরা
শবকেও ছেড়ে দেয় না!
ডুবতে সূর্য যে মেয়ে দেখছে
কাল যদি দেখে ভোর,
দয়া ডেকে বলে ভাগ্যটা ভালো
আজকের দিনও তোর!
জানি না কোন সে দোষে হে প্রভু
তুমিও রক্ষা করো না,
দয়া করো তবে এ দেশের বুকে
কন্যা সৃষ্টি কোরো না!