কাল(৫/১০)শুভ জন্মদিনে আসরের কবি বন্ধুদের শুভেচ্ছা বার্তায় ও ভালোবাসায় আমি বিমোহিত,আপ্লুত,চির কৃতজ্ঞ!
সকল কবিবন্ধুদের প্রতি রইল আমার অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা!
অনেক ধন্যবাদ জানাই সকলকে এই বিশেষ দিনটিকে আরও সুন্দর করে তোলার জন্য!
সর্বোপরি সবার প্রিয় এডমিন মহাশয়ের প্রতি রইল আমার অপার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা,আসরের কবিদের জীবনের বিশেষ দিনটিকে বিশেষ করে তোলার ব্যবস্থা রাখার জন্য!
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সকলকে!