এতো হিংসা,এতো লোভ...
প্রতিশোধের আগুন জ্বালে
আকাশ ছোঁয়া ক্ষোভ!
কামনা বাসনায় ভূলুন্ঠিত চেতনা,
নৃশংসভাবে হচ্ছে খুন মানবতা প্রতিদিন
রক্তাক্ত ধ্বংসলীলায় মেতে সৃষ্টির অবমাননা!
হায় ঈশ্বর...!
তোমার সৃষ্টি জুড়ে আজ শুধুই অনাসৃষ্টি
যেদিকে তাকাই,ঝাপসা হয় যে দৃষ্টি!
দাও ফিরিয়ে দাও প্রভু...মানবের শুভবুদ্ধি,
আলোকের পবিত্র কিরণ ছুঁয়ে, হোক না আত্মশুদ্ধি!
দাও প্রভু আলো দাও...আরো আরো দাও আলো
ধুয়ে যাক কালিমা যতো,আছে মনে যতো কালো!
তোমার অসীম করুণাধারায়
দূরীভূত হোক করুণ দশা,
তপ্ত দীপ্ত অরুণ আলোয় হিংসা খুঁজুক প্রেমের দিশা!
ঝরাও অঝোর কৃপাবৃষ্টি,তুমি যে প্রেমময়
আকাশ বাতাসে অনুরণিত শঙ্খ-সুরে
ধ্বনিত হোক আবার,
জয় মানবের জয়...মানবতার জয়!