রঙবেরঙ

গোলাপের রঙ লাল হলদে কমলা গাঁদা
নানা রঙে ফোঁটে জবা বেল জুঁই সব সাদা।
টগর,সেও তো সাদা পারিজাত কামিনী
রজনীগন্ধা সাদা তাকে তো সবাই চিনি।
শিমূল পলাশ আর কৃষ্ণচূড়াও লাল
নানা রঙে কত শোভা রঙিন গাছের ডাল।
লাল সাদা গোলাপিতে ফোঁটে ফুল পদ্ম
নীল নীলকন্ঠ বেগুনি আকন্দ।
নানা রঙে নানা ফুল ভুবনের ডালিতে
ভরে দেয় কত খুশি হৃদয়ের ঝুলিতে।


          সবুজ গাঁথা

সবুজ মানে আশার আলো সবুজ মানে শক্তি
চোখের জন্য সবুজ ভালো সবুজ মানে মুক্তি।
গাছের পাতা স্নিগ্ধ সবুজ সবুজ রঙের ঘাস
চারিদিকে থাকলে সবুজ প্রাণ ভরে নিই শ্বাস।
টিয়াপাখির রঙটি সবুজ তেরঙাতেও আছে সবুজ
সবুজ বিনে শূন্য জীবন তবু মানুষ হয় যে অবুঝ।
সবুজ বাঁচাও সবুজ বাঁচাও গাছ লাগাও প্রতিদিন
সুস্থ সতেজ থাকবে জীবন ভুবন হবে খুব রঙিন।

বাংলার ঋতু

গ্রীষ্ম বর্ষা শীত শরৎ হেমন্ত
ঋতুদের রাজা হল রঙিন বসন্ত।
গ্রীষ্মতে আম পাকে বর্ষায় বৃষ্টি
শরতে শিউলি কাশ কী দারুণ সৃষ্টি।
হেমন্তে হিমেল হাওয়া মাঠেতে নতুন ধান
শীত মানে পিঠে পুলি পাতাদের ঝরে প্রাণ।
বসন্তে নানা ফুল কুহু ডাকে কোকিলে
নানা রঙ মেখে গায়ে হোলি খেলে সকলে।
বারো মাসে ছয় ঋতু কত রূপ বাংলাতে
নানা রূপে কত শোভা সেরা সেতো জগতে।

      
আসছে বসন্ত

শীতের শেষে ক'দিন পরে আসছে ফিরে বসন্ত
ফুলে ফুলে সাজবে ধরা নেই তো খুশির অন্ত।

ডাকবে কোকিল কুহু রবে
রঙ মেখে দোল খেলা হবে।
শিমূল পলাশ কৃষ্ণচূড়া
লাল করে ডাল ফুটবে ওরা।
করবে মাতাল দখিন হাওয়া
করবে অলি আসা যাওয়া।
আবীর রঙে চারিপাশে আবার হবে সাজ
সবার প্রিয় বসন্তকে বলে 'ঋতুরাজ'।