আজ উড়তে দিলাম তোকে
যা পাখি আজ উড়তে দিলাম তোকে
এখানে আজ সব যে বড়ই ফিকে!
যা চলে যা নিরুদ্দেশে সুখ যেখানে পাবি শেষে!
স্বপ্ন বোঝাই রঙিন ডানায় পৌঁছে যা তুই সেই দুনিয়ায়,
রঙ যেখানে কানায় কানায় তারারা যেথায় গল্প শোনায়।
যা চলে যা দূর বহুদূর হাসছে যেথায় সোনা রোদ্দুর!
মেঘের দেশে চলার ফাঁকে রংধনু রঙ মাখিস চোখে,
জানার মাঝে অজানা জেনে খুঁজে নে তুই বাঁচার মানে।
ফুল ভাবে
ফুল ভাবে প্রজাপতি আছে ভারি সুখে
আনন্দে দিন কাটে থাকে হাসিমুখে।
নেই তার কোনো মানা আছে তার দুটি ডানা
যেথা খুশি সেথা যায় ফুলে ফুলে মধু খায়
আমারও যে সাধ ভারি উড়ে যেতে মন চায়।
একদিন প্রজাপতি বসে ঘরে দেওয়ালেতে
টিকটিকি বসে ছিল সেই থেকে ওৎ পেতে।
হঠাৎ সে ছুটে যায় খপ্ করে ধরে খায়
ডানা দুটি পড়ে থাকে এক বুক বেদনায়,
ফুল ভাবে আছি বেশ কাজ নেই ও পাখায়।