চল না ভিজি একটুখানি
আগের মতোই এই বরষায়,
হোক না সময় খুব অচেনা
প্রেম তো চেনা...সেই ভরসায়!
মন ডুবিয়ে ফুচকাতে আজ
প্রাণ জুড়াবো পাপড়ি চাটে,
ভাসিয়ে দেব স্মৃতির ভেলা
জল থই থই রাস্তাঘাটে!
বলব অনেক জমা কথা
জল টুপ টুপ ছন্দ ছুঁয়ে,
পৌঁছে যাব সেই ঠিকানায়
পেলাম তোকে মন হারিয়ে!
#moutushi