নিছক শখে বন্দী পাখি
বন্ধ খাঁচায় ভেজায় আঁখি!
মিছেই ছোটে এদিক ওদিক
মিথ্যে চাওয়া পাওয়ার অধিক!
দিন কেটে যায় আবার আসে
শ্যাওলা হয়ে স্বপ্ন ভাসে!
উলট পুরান লিখছে সময়
ভাবছে মানুষ সহজ তো নয়!
বন্দী দশা কঠিন ভারি
ঢ়ের বাকিতে পড়ছে দাঁড়ি!
হচ্ছে বেরং স্বপ্নগুলো
ইচ্ছে পাখায় জমছে ধুলো!
নিকষ আঁধার শহর জুড়ে
আস্থা হারায় নতুন ভোরে!
লাগছে বৃথা সব আয়োজন
মুক্ত বাতাস খুব প্রয়োজন!
এও কি আবার জীবন নাকি
ক...তো যে সয় বন্দী পাখি!