থমকে গেছে রেসের ঘোড়া
হঠাৎ ভীষণ ঝড়ে,
স্বপ্ন-তরীর পাল ছিঁড়েছে
পৃথিবী কাবু জ্বরে...
ভীরু পায়ে পিছন পানে
বন্দী ঘোড়া ঘরে!
মাঠ ঘাট পথ পেরিয়ে যেত
ছুটত যে প্রাণপন,
আকাশ বাতাস সবুজ পাতায়
সায় দিত না মন!
আজকে হঠাৎ চোখ মেলে সে
আকাশ ঘন নীল,
বৃষ্টিভেজা সবুজ পাতায়
সুখ যে অনাবিল!
বন্ধ ঘরে মনের খবর
খোলা জানালায়,
চৌকাঠটি পেরিয়ে গেলেই
জীবন চেনা দায়!
স্বপ্নগুলো হচ্ছে বেরং
হোক না অনিশ্চয়,
ত্রস্ত প্রাণে হোক না মনে
দারুণ সংশয়,..
জানল ঘোড়া রেসের অধিক
সেও তো কিছু চায়,
ভোরের পাখি ভেজা বিকেল
জীবন চিনিয়ে যায়!