ঐ দূরেতে আকাশ নীলে
উড়ছে ঘুড়ি লাল,
বুক ফুলিয়ে অহংকারে
বুনছে স্বপ্ন জাল!
মনের সুখে ভাবছে সে যে
উড়তে পারি বেশ,
ওড়ার খেলা ছেড়ে এবার
দেখব চাঁদের দেশ!
খুব দূরে নয় এই তো কাছে
পুরব মুঠোয় চাঁদ,
আকাশটা যে শুধুই আমার
সাধবে কে আর বাধ!
তরতরিয়ে উড়তে গিয়ে
পড়ল ল্যাজে টান,
বুঝল ঘুড়ি সুতোই যে তার
স্বপ্নের সোপান...!