চলো কিছু স্মৃতি কুড়িয়ে আনি
ভোরের উঠোন থেকে
আকাশ যেখানে আমার জন্য
রোদ বিছিয়ে রাখে।
শিউলি বকুল কতো ঝরা ফুল
পথ সাজে ভালোবেসে,
চলো দাঁড়াই কিছুক্ষণ আরো
লালে ভরা কৃষ্ণচূড়ার গা ঘেঁষে।
চলো কিছু রঙ মেখে আসি
ফেলে আসা সেই রঙিন বসন্ত থেকে,
কতো বসন্ত পার হলেও
আজও ভুলতে পারিনি যাকে।
পা ডুবিয়ে বসি চলো
স্রোতস্বিনীর তীরে,
কিছু শব্দে গাঁথি মালা কথাদের ভিড়ে।
চলো আরও কিছু স্মৃতি কুড়োই
পড়ন্ত বিকেল থেকে,
ফিরতি পথে যেখানে পাখিরা
ক্লান্ত ডানায় ভোরের স্বপ্ন আঁকে।