সবুজের বুক চিরে ছুটছে দুরন্ত ট্রেন
ছুটছি আমিও...ছুটছে পাশে চাঁদ,
ছেলেবেলায় কেই বা বোঝে
মেঘের ওপারে চাঁদের ঘরে
প্রবেশ নয় অবাধ!
শৈশব জুড়ে নরম আদরে
চাঁদের আনাগোনা,
মায়ের কোলে দিব্যি খেলে
ছোট্ট চাঁদের কণা!
চাঁদ-কপালে খুব আদরে
টিপ দিয়ে যায় চাঁদ,
চাঁদের বুড়ির সঙ্গে কাটে
ছোট্ট সোনার রাত!
শিশুমনের সরল টানে
চাঁদ যে দিত ধরা,
শৈশবের ওই অঙ্গন জুড়ে
জোছনা মনোহরা!
ঠিকরে পড়া রূপের টানে
আজও তো চাঁদ দেখি,
গল্পে গানে কাব্য কথায়
চাঁদকে বেঁধে রাখি...
এখন তবে এ মন জানে
চাঁদ মানে এক ফাঁকি!