প্রয়োজন নেই...
অযথা তর্ক করতে নেই
সবাইকে সবটা বোঝাতে নেই।
যে সব জেনে আছে তাকে আর জানাতে নেই
যে শুনতে চায় না শোনাতে নেই
জোর করে ভালোবাসা আর গুরুত্ব আদায় করতে নেই
কদর পেতে হাত পাততে নেই
যে ষেতে চায় তাকে বাঁধতে নেই
যে থেকে গেছে তাকে অবহেলা করতে নেই।
ঝরাপাতা হয়ে হাওয়ার অপেক্ষা করতে নেই
উজার করে ভালোবাসতে নেই
কিছু তুলে রাখতে হয় নিজের জন্য
ফুল ফলে ভরা বাগান দিলেও নিজের জন্য থাক অরণ্য।
বিশ্বাস থাক আত্মবিশ্বাসে অন্ধবিশ্বাসে বাঁচতে নেই
কিছু তোলা থাক রহস্যে,কিছুটা থাক আলস্যে,
আরও কিছু লুকোনো থাক নিঃশ্বাসে প্রশ্বাসে...
সবাইকে সবটা বলতে নেই,খোলা পাতা হয়ে বাঁচতে নেই।
কিছু দুর্বলতা,কিছু গোপনীয়তা,কিছু ভুলভ্রান্তি
যা কিছু বাড়ায় ক্ষত
বন্দী থাকুক অজানাই থাকুক, ওরা হোক...
একান্ত ব্যক্তিগত।