বৃষ্টি নামলে সতেজ সবুজ পাতা
বৃষ্টি নামলে আনাচ কানাচে জমায়েত স্মৃতিকথা!
মন খারাপের দুপুর বিকেল কখন যে হয় পার,
দহন বলে কথা দে তুই আসবি যে আরবার!
বৃষ্টি নামলে কিছু কিছু দিন স্মৃতিঘরে হয় বন্দী,
বৃষ্টি নামলে মলিনতা ভুলে অকপট অভিসন্ধি!
গল্প লেখে চারাগাছগুলো মনে স্বপ্নের দোলা,
ঠিকানার খুব কাছাকাছি আসে যে পথিক পথভোলা!
বৃষ্টি নামলে শৈশব ফেরে খাটে না তর্ক যুক্তি,
বৃষ্টি নামলে ধূলি ধোওয়া পথে আবার মেঘের মুক্তি!
-
বৃষ্টি থামলে এক ঝাঁক পাখি নীল আকাশ জুড়ে ওড়ে,
বৃষ্টি থামলে ভাঙা মন জুড়ে রোজনামচায় ফেরে!