চাতকসম চেয়ে থাকি রোজ
বেলাশেষের জানালায়,
কই,আজও তো এলো না সে
কাল যদি আসে...কোনো এক অছিলায়!
বসে থাকি রোজ পথ চেয়ে
শ্রাবণের গান গেয়ে,
দিন আসে রাত যায়
তবুও আসে না হায়!
ওই তো টুকরো মেঘ...আসছে নীলের ভেলায়,
ওকেই জিজ্ঞেস করি...কেন এই লুকোচুরি?
নেই কি খবর তার কাছে আজ
তপ্ত বেলায় নিত্য পুড়ি অসহ দহন জ্বালায়?
মেঘেদের মুখ ভার...
সেদিন নেই যে আর,
যখন যেমন খেয়াল খুশি
সবুজের বুকে করেছ প্রহার!
আকাশ ছুঁয়ে অট্টহাসি হাসছে উন্নয়ন
সৃষ্টির বুকে সংক্রমণে ব্যস্ত উষ্ণায়ন!
কিছু পাবে বলে হারিয়েছ কিছু
ভুলেও কখনও চাওনি জানতে
কী বলছে প্রকৃতি-প্রাণ,
আজ যে ভবে সইতেই হবে বৃষ্টির অভিমান!
জুড়িয়েছ জ্বালা শীতল পরশে
লুকিয়েছ ব্যথা রিমঝিম হরষে,
লিখেছ কাব্যকথা...
বন্ধুর মতো জানতে চাওনি
সেও কি পেয়েছে ব্যথা?
পিঠে বেঁধেছি কুলো আর কানে দিয়েছি তুলো
আসর জমিয়ে জানিনা কোথায়
উড়ে যায় মেঘগুলো...
চেতনার ঘরে প্রতিদিন জমে
চেনা সে নিয়মে ধুলো!