নাইবা হলাম মনের মানুষ
বন্ধু তো হতে পারি,
সেই তো ভালো নেই তো কোনো
আবেগের বাড়াবাড়ি...
জীবনজুড়ে অনেকটা ভাব
একটুখানি আড়ি!
নেই ভেদাভেদ...বন্ধু সবাই
পুরুষ কিংবা নারী!
নেই হারানোর ভয়...
ফুলকে ছাপিয়ে ডালে ডালে হাসে
সবুজ কিশলয়!
দুঃখ সুখের পরম সাথী
নামলে আঁধার সাঁঝবাতি,
বন্ধু মানে অনেকটা ভাব
অকূল দরিয়া প্রীতি!
নাইবা হলাম মনের মানুষ
বন্ধু তো হতে পারি,
চলার পথে অনেকটা ভাব
একটুখানি আড়ি!